তৃণমূল বিশেষ প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক জোবায়েদ হোসেন দক্ষ রাজনীতি ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শহীদ জিয়া স্মৃতি সম্মাননায় ভূষিত হয়েছেন।
রাজনৈতিক দক্ষতায় শহীদ জিয়া স্মৃতি সম্মাননায় ভূষিত হওয়ায় সহকারী অধ্যাপক জোবায়েদ হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর উপজেলা বিএনপি ও সহযোগী সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজনে ঢাকা সেগুন বাগিচা কচি-কাঁচা মিলনায়তনে কেন্দ্রীয় মিলন মেলায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যোদিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহম্মেদ আজম খাঁন,
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপারসন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপারসন এর উপদেষ্টা অধ্যাপক সুখমল বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জসিম উদ্দিন, বাংলাদেশ টাইমস এর সিনিয়র রিপোর্টার কামাল আহমেদ, জাসাস এর সাবেক সভাপতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাট্যব্যক্তিত্ব বাবুল আহমেদ সহ প্রমুখ।
দুর্গাপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব সহকারী অধ্যাপক জোবায়েদ হোসেন বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে আজ অবদি রাজনীতির মাঠে জাতীয়তাবাদী আদর্শের সাথে যুক্ত আছি এবং সাংগঠনিক শৃঙ্খলা ও গতিশীলতা রক্ষায় প্রাণপণ লড়াই করে চলেছি। আমি কখনো ভাবিনি কোন সংস্থা কিংবা অনুসন্ধানী চোখে আমার রাজনৈতিক কর্মকান্ডে জরিপের মাধ্যমে
আমাকে সন্মাননা প্রদান করবে। তবে আমি শহীদ জিয়া স্মৃতি সম্মাননা-২৪ পেয়ে তৃণমূলের একজন রাজনৈতিক নেতা হিসেবে গর্ববোধ করছি। এই সন্মাননা আমার রাজনৈতিক জীবনের স্মরণীয় হয়ে থাকবে সেই সাথে আগামীতে রাজনৈতিক দলীয় কর্মকান্ডে আরো স্বচ্ছ আরো মনোযোগী করবে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে পাওয়া এই সন্মান ধরে রাখতে দুর্গাপুর উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।