তৃণমূল প্রতিবেদকঃ
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতির দুর্গাপুর গড়ে তোলার লক্ষ্যে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৬মার্চ বৃহস্পতিবার বিকেলে দি হাঙ্গার প্রজেক্টের অনুপ্রেরণায় সকল স্তরে শান্তি-সম্প্রীতি বজায় রাখাতে রাজশাহীর দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে দুর্গাপুর উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র আয়োজনে সুধীজনদের সাথে মতবিনিময় সভায় উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র কো-অর্ডিনেটর ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব একেএম মোহাইমেনুল হক রেন্টু’র সভাপতিত্বে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও সিংগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাক্তিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লাল্টু, জেলা কো-অর্ডিনেটর হেলাল উদ্দীন, (পিএফজি)র এম্বাসেডর আব্দুল মালেক, আজিজুর রহমান, আলমগীর হোসেন, সহ দুর্গাপুর উপজেলার পৌরসভা ও সকল ইউনিয়ন থেকে পিএফজির নির্বাচিত সদস্যগন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।