তৃণমূল প্রতিবেদক
কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি হিসেবে দেশব্যাপী নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্থা এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে দূর্গাপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১০ মার্চ সোমবার দুর্গাপুর দূর্গাপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে ও
ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিউল ইসলাম লিওন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অত্র কলেজের সম্মানিত শিক্ষক জনাব. মাসুম কবির, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য পারভেজ আহম্মেদ পলাশ, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাদ আলী, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন রাজিব, সদস্য সচিব এস.এম.সাকিব হাসান, ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মমিনুল ইসলাম তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকর রহমান অথয়, দপ্তর সম্পাদক ফাহিম শাহরিয়ার, কলেজ ছাত্রদল নেতা সাদমান সাকিব স্মরণ সহ অত্র কলেজের নেতৃবৃন্দ।